পিএসজির গোলের রেকর্ড

সেল্টিককে উড়িয়ে দেওয়ার ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 07:35 AM
Updated : 23 Nov 2017, 10:00 AM

ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ২৪ গোল করেছে প্যারিসের ক্লাবটি। ২১ গোল নিয়ে আগের রেকর্ডটি ছিল জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের।

নিজেদের মাঠে বুধবার রাতে স্কটল্যান্ডের দল সেল্টিককে ৭-১ গোলে হারায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে দলটির সবচেয়ে বড় জয়ে নেইমার ও এদিনসন কাভানি জোড়া গোল করেন। কিলিয়ান এমবাপে, মার্কো ভেরাত্তি ও দানি আলভেস করেন একটি করে গোল।

ম্যাচের ৫৬তম সেকেন্ডেই গোল খেয়ে বসেছিল পিএসজি। প্রতিযোগিতাটির এবারের আসরে প্রথম গোলটি খেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় উনাই এমেরির দল।

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। আগেই নকআউট পর্ব নিশ্চিত করা দলটি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। জার্মান চ্যাম্পিয়নদের মাঠে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে পিএসজি।