নাক ভেঙে মাঠের বাইরে রামোস

আতলেতিকো মাদ্রিদের কাছে পয়েন্ট হারানোর ম্যাচে আঘাত পাওয়া সের্হিও রামোসের নাক ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 05:31 PM
Updated : 19 Nov 2017, 05:32 PM

তবে কত দিন এই ডিফেন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি ক্লাবটি।

লা লিগায় শনিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে রিয়াল।

ম্যাচের ৩৭তম মিনিটে হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফরাসি ডিফেন্ডার লুকাস এরনঁদেজের পায়ে লেগে নাকে ব্যথা পান রামোস। প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রথমার্ধের বাকি সময় তিনি খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর তাকে নামাননি কোচ।

এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে রামোসের নাক ভেঙ্গে গেছে।

আতলেতিকোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জিদান বলেন, “সের্হিওর নাকে চিড় ধরা পড়েছে। আমার মনে হয়, ভেঙে গেছে। আমি জানি না, কত দিন সে মাঠের বাইরে থাকবে।”

লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল।

লেগানেসের মাঠে ৩-০ গোলের জয় পাওয়া বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েল নিকোশিয়ার মাঠে খেলতে যাবে রিয়াল