সাম্পদোরিয়ার মাঠে ইউভেন্তুসের হার

সাম্পদোরিয়ার মাঠে প্রথমে তিন গোলে পিছিয়ে পড়লেও শেষ দিকে গনসালো হিগুয়াইন ও পাওলো দিবালার গোলে ম্যাচে ফিরেছিল ইউভেন্তুস। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি গতবারের সেরি আ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 04:19 PM
Updated : 19 Nov 2017, 04:22 PM

রোববার ইতালির শীর্ষ লিগে ৩-২ গোলে হেরেছে টানা ছয়বারের চ্যাম্পিয়নরা। টানা চার জয়ের পর হারলো তারা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে কলম্বিয়ার ফরোয়ার্ড দুভান সাপাতার কোনাকুনি হেডে পিছিয়ে পড়ে ইউভেন্তুস।

আক্রমণের ধার বাড়াতে ৬২তম মিনিটে ফেদেরিকো বের্নাদেসচিকে বসিয়ে পাওলো দিবালাকে মাঠে নামান কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। কিন্তু এর কিছুক্ষণ পর উল্টো আবারও গোল খেয়ে বসে তার দল।

আট মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ৭১তম মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তোররেইরা ব্যবধান দ্বিগুণ করার পর ইতালিয়ান ডিফেন্ডার জান মার্কো ফেররারি স্কোরলাইন ৩-০ করেন।

যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে হিগুয়াইন ও দিবালা বল জালে পাঠালে হার এড়ানোর সম্ভাবনা জেগেছিল অতিথি শিবিরে।

যোগ সময়ের প্রথম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান কমান হিগুয়াইন। সাম্পদোরিয়ার ডিফেন্ডার ইভান স্ত্রিনিচ নিজেদের ডি-বক্সে দগলাস কস্তাকে ফাউল করলে পেনাল্টিটি পায় ইউভেন্তুস। আর কস্তার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন দিবালা।

এবারের লিগে এই নিয়ে দিবালা দ্বিতীয় সর্বোচ্চ ১২টি ও হিগুয়াইন অষ্টম গোল করলেন।

১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউভেন্তুস।

শনিবার এসি মিলানকে ২-১ গোলে হারানো নাপোলি ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।