ইতালির কোচ হওয়ার ইচ্ছা আছে রানিয়েরির

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেলে অবশ্যই তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়া ক্লাওদিও রানিয়েরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 11:42 AM
Updated : 19 Nov 2017, 11:53 AM

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে যাওয়া ইতালি তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে পারবে না চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্যর্থতার দায়ে চাকরি হারাতে হয়েছে জামপিয়েরো ভেনতুরাকে। তার জায়গায় এখন নতুন কোচের সন্ধানে আছে ইতালি।

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কার্লো আনচেলত্তি দলটির পরবর্তী কোচ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে নিজ দেশের দায়িত্ব নেওয়ার ডাক পেলে সাড়া দেওয়ার ইচ্ছা আছে ৬৬ বছর বয়সী রানিয়েরির।

স্কাই স্পোর্ট ইতালিয়াকে তিনি বলেন, "আমি ইতালির কোচ হবো কি-না? এটা নিয়ে আমার ভাবতে হবে। তবে এটা কেবল আমার উপর নির্ভর করে না। নতেঁর সঙ্গে আমার একটা চুক্তি আছে এবং সভাপতির সঙ্গে আমার কথা বলতে হবে।" 

"মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি, আন্তোনিও কোন্তে ও কার্লো আনচেলত্তির মতো নামগুলোও পড়েছি আমি। পরবর্তীতে কী করতে হবে এটা নিয়ে তাদের এখন সতর্কভাবে চিন্তা করা দরকার। এই তালিকা থেকে তারা যাকেই পাক না কেন, দারুণ হবে।"