মেসিদের খেলায় খুশি নন বার্সা কোচ

লেগানেসের মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরলেও এই ম্যাচে মেসিদের পারফর‌ম্যান্সে মোটেও খুশি নন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 10:07 PM
Updated : 18 Nov 2017, 10:52 PM

শনিবার রাতে লেগানেসের মাঠে ৩-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। সুয়ারেস দুটি আর  পাওলিনিয়ো একটি গোল করেন। চলতি লা লিগায় কাতালুনিয়ার দলটির এটি ১২ ম্যাচে একাদশ জয়।

সামনেই বার্সেলোনার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে আর লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার বিপক্ষে। এ দুটি ম্যাচে ভালো কিছু পেতে মেসিদের আরও উন্নতির তাগাদা দিলেন ভালভেরদে।

“হয়তো ৩-০ স্কোরলাইন একটু বেশি হয়ে গেছে। ছেলেরা যতটুকু অবদান রেখেছে, তাতে জয়ের ব্যবধান এত হওয়া উচিত হয়নি।

আমরা উচ্চ হারে সাফল্য পেয়েছি কিন্তু এটাই ফুটবল। আজ হেরে গেলেও লেগানেসের যে প্রচেষ্টা, তা আমি উপলব্ধি করতে পারছি।”

মেসিদের গোলের সুযোগ নষ্টের সমালোচনার পাশাপাশি লেগানেসের প্রচেষ্টার প্রশংসা ঘুরেফিরে করেছেন বার্সেলোনা কোচ।

“আমরা সবাই জিততে পছন্দ করি। আমরা অনেক সুযোগ পেয়েছি আর প্রতিপক্ষ একটা সুযোগও তৈরি করতে পারেনি। কিন্তু এটা সবসময় হয় না; তারা খুবই লড়াকু ছিল। তারা আমাদের ভেতরে খেলা কঠিন করে তুলেছিল; এটা জটিল ম্যাচ ছিল এবং আমি সেটা অস্বীকার করছি না।”

“আমি মনে করি, ফল ভালো হয়েছে। আমরা দারুণ খেলি নাই এবং আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে।”

১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা ভালেন্সিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

রিয়াল ও আতলেতিকোর পয়েন্ট সমান ২৪।