নঁতকে উড়িয়ে দিল পিএসজি

মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি আরেকটি দারুণ জয় পেয়েছে। এদিনসন কাভানির জোড়া গোলে ফরাসি লিগে নঁতকে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 05:52 PM
Updated : 19 Nov 2017, 10:04 AM

শনিবার ঘরের মাঠে লিগ ওয়ানে নঁতকে ৪-১ গোলে হারায় পিএসজি। স্বাগতিকদের অপর দুই গোলদাতা আর্জেন্টিনার দুই খেলোয়াড় আনহেল দি মারিয়া ও হাভিয়ের পাস্তোরে।

লিগে এই ম্যাচের আগ পর্যন্ত তৃতীয় সর্বনিম্ন গোল খাওয়া নঁতের রক্ষণে ম্যাচের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে পিএসজি। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধের শেষদিকে চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে জড়ায়।

৩৮তম মিনিটে পাস্তোরের ডি-বক্সে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি।

রক্ষণভাগের দুর্বলতায় দ্বিতীয় গোলটি পায় অতিথিরা। বাঁ থেকে দি মারিয়ার বাঁকানো ক্রসে এক ডিফেন্ডার পা লাগাতে ব্যর্থ হলে বল দুই ড্রপে দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়। 

৬০তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান বুরকিনা ফাসোর ফরোয়ার্ড নাকুলমা।

পাঁচ মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান পাস্তোরে। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের জোরালো শট গোলরক্ষক ঠেকালেও বল তার হাতে লেগে উপরে উঠে পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।

৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে সব অনিশ্চয়তার ইতি টানেন কাভানি। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে আলতো শটে জালে ঠেলে দেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

এবারের লিগে সর্বোচ্চ ১৫ গোল হলো কাভানির।

১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

শুক্রবার আমিয়াঁর মাঠে ১-১ গোলে ড্র করা মোনাকো ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।