শেষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে পেরু

নিউ জিল্যান্ডকে হারিয়ে ১৯৮২ সালের পর বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে পেরু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 07:49 AM
Updated : 16 Nov 2017, 07:51 AM

নিজেদের মাঠে বুধবার প্লে-অফের দ্বিতীয় লেগে নিউ জিল্যান্ডকে ২-০ গোলে হারায় পেরু। ওয়েলিংটনের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

৩২তম ও শেষ দল হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিল পেরু।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম হওয়া পেরুকে ম্যাচের ২৮তম মিনিটে জোরাল ভলিতে এগিয়ে নেন জেফারসন ফারফান। ৬৫তম মিনিটে ক্রিস্তিয়ান রামোস ব্যবধান দ্বিগুণ করার পর ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড ম্যাচে ফেরার গোলের নাগাল পায়নি।

বিশ্বকাপে খেলার প্রায় ৩৬ বছরের অপেক্ষা ফুরানোয় সরকার বৃহস্পতিবার দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করে।