প্রথম পর্বের হারের প্রতিশোধ নিল আরামবাগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017 08:54 PM BdST Updated: 15 Nov 2017 08:54 PM BdST
পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে আরামবাগ ক্রীড়া সংঘ। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে প্রথম পর্বের হারের প্রতিশোধ মারুফুল হকের দল নিয়েছে ২-১ ব্যবধানে জিতে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ৪-২ ব্যবধানে জিতেছিল রহমতগঞ্জ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচের ২৬তম মিনিটে স্পট কিক থেকে রহমতগঞ্জকে এগিয়ে নেন দাউদা সিসে। ডি বক্সের মধ্যে গোলরক্ষক আজম খান প্রতিপক্ষের নাইজেরিয়ান ফরোয়ার্ড আফেজ ওলাওলে ওলাডিপোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে আরামবাগ। ৩৫তম মিনিটে সোহাগ রহমানের ফ্রি কিকে নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকুরুমেহ কিংসলের প্লেসিং শট ঠিকানা খুঁজে পায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় আরামবাগ। ৪৮তম মিনিটে রাজন মিয়ার ক্রসে মাহবুবুর রহমান সুফিলের শট জালে জড়ায়। একটু পর দাউদার ফ্রি কিক শেষ মুহূর্তে ফিস্ট করে রহমতগঞ্জকে সমতায় ফিরতে দেননি আজম।
১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম রহমতগঞ্জ; ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে আরামবাগ।
বুধবার প্রথম ম্যাচে উত্তম কুমার বণিকের একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ ব্যবধানে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে