ব্রাজিল-ইংল্যান্ড নিষ্প্রাণ ড্র

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যকার লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 10:00 PM
Updated : 14 Nov 2017, 10:33 PM

মঙ্গবার রাতে লন্ডনের ওয়েম্বলিতে প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের শুরু থেকে একটানা আক্রমণ করে গেল ব্রাজিল। জবাবে প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত সময় কাটলো স্বাগতিকদের। অধিকাংশ সময় বল দখলে রাখলেও বিরতির আগে নিশ্চিত কোনো সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি নেইমাররা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জো হার্টের পরীক্ষা নেন দানি আলভেস। নেইমারের দারুণ পাস পেয়ে অধিনায়ক আলভেসের শট নৈপুণ্যের সঙ্গে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৭৫তম মিনিটে ব্রাজিলের গোলের অপেক্ষার শেষ হতে পারতো; কিন্তু দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়। প্রায় ২৫ গজ দূর থেকে ফের্নানদিনিয়োর শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লাগে।

১০ মিনিট পর দুরুহ কোণ থেকে পাওলিনিয়োর আরেকটি জোরালো শট ঠেকান জো হার্ট।

এই নিয়ে দল দুটির ২৭ বারের মুখোমুখি লড়াইয়ের মধ্যে দ্বাদশবার ড্র হলো। ১১ বার জিতেছে ব্রাজিল, চারটি ইংল্যান্ড।

জার্মানি ও ফ্রান্সের মধ্যে দিনের অন্য প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।