রাশিয়া-স্পেন রোমাঞ্চকর ড্র

দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল রাশিয়া। ম্যাচে সমতা ফেরার পর ফের এগিয়ে গেল স্পেন। কিন্তু শেষ পর্যন্ত জয়ের স্বাদ আর মেলেনি ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 09:20 PM
Updated : 14 Nov 2017, 09:28 PM

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্পেন। বাঁ দিক থেকে মার্কো আসেনসিওর বাড়ানো ক্রসে জর্দি আলবার হেড ঠিকানা খুঁজে পায়।

৩৫তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সের্হিও রামোস। ডি-বক্সের মধ্যে দালের কুজায়েভ হাত দিয়ে বল আটকালে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দুই গোল হজমের পর ম্যাচে ফেরে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া। ডি-বক্সের ভেতরে পেয়ে যাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগান ফিওদর স্মোলোভ।

৫১তম মিনিটে আলেক্সি মিরানচুকের গোলে সমতায় ফেরে রাশিয়া। কিন্তু তিন মিনিট পর পাওয়া আরেকটি পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-২ করেন রামোস। ডি-বক্সের ভেতর জিকিয়া ফাউল করেছিলেন রামোসকে।

৭০তম মিনিটে স্মোলোভের দ্বিতীয় গোলে হার এড়ায় রাশিয়া। সতীর্থের বাড়ানো বল ধরে একটু এগিয়ে ডি-বক্সের ঠিক ওপর থেকে জোরালো শটে দাভিদ দে হেয়াকে পরাস্ত করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।