হঠাৎ সরে দাঁড়ালেন শেখ জামাল কোচ আফুসি
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2017 07:39 PM BdST Updated: 14 Nov 2017 07:57 PM BdST
মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ডাগআউটে দেখা যায়নি কোচ জোসেফ আফুসিকে। ম্যাচ শেষে ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ও টিম লিডার হিসেবে মাঠে আসা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু জানিয়েছেন, কাউকে কিছু না বলেই নাকি চলে গেছেন কোচ। তবে কোচের দাবি, ইমেইলে কর্তৃপক্ষকে জানিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
চলতি লিগে শেখ জামালকে গুছিয়ে আনায় দারুণ অবদান আফুসির। নাইজেরিয়ান এই কোচের হাত ধরে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করে দলটি। মঙ্গলবার তাকে ছাড়াই মোহামেডানকে ৩-০ গোলে হারায় তারা।
ম্যাচ শেষে চুন্নু সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফুসির না থাকা নিয়ে নিজেও ধোঁয়াশার মধ্যে থাকার কথা জানান। দলটির ফুটবল কমিটির চেয়ারম্যানের দাবি, কোচের সঙ্গে কোনো টানাপোড়েনও চলছিল না কর্তৃপক্ষের, যে কারণে আফুসি চলে যেতে পারেন।
“আমি সকাল সাড়ে এগারোটার সময় জানতে পারলাম, কোচ নাকি ক্লাবে নেই। গতকাল পর্যন্ত সে দলকে অনুশীলন করিয়েছে। আমাদের সঙ্গে মিটিং করেছে। কিন্তু আজ সে মোহামেডানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিফ্রিংয়ে আসেনি। হঠাৎ করে আমরা জানতে পারলাম সে উধাও। তাকে খুঁজে বের করে আপনাদের জানাতে পারব ঘটনা কী?”
“ক্লাবের কোনো অফিসিয়ালকে সে কিছু জানায়নি। তবে আমাদের যে বেয়ারা তার দেখাশুনা করে, তার মাধ্যমে জানতে পেরেছি, সে নাকি ওই ছেলেকে বলেছে সে লন্ডনে স্ত্রীর কাছে চলে যাচ্ছে। এরপর থেকে তার ফোন বন্ধ পাচ্ছি আমরা।”
কোচের হঠাৎ চলে যাওয়ার কোনো কারণও খুঁজে পাচ্ছেন না চুন্নু।
“তার এ রকম ঘটনা ঘটানোর কোনো কারণ নেই। সে যেভাবে চলে গিয়েছে, সেটা অপ্রত্যাশিত। আমরা তাকে অনেক টাকা অগ্রিম দিয়ে রেখেছি; কেননা, সে আমাদের সঙ্গে ভালো আচরণ করেছে। এই টিম যে এখানে, তাতে তারও অবদান অনেক। কিন্তু সে হঠাৎ কেন উধাও হলো, সেটা আমারও বোধগম্য নয়।”
তবে আফুসি ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে কয়েকজন সাংবাদিককে জানান, কর্তৃপক্ষকে জানিয়েই দল ছেড়েছেন তিনি।
“ইমেইলে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের যেমন আমাকে ছাঁটাই করার অধিকার আছে, আমারও চাকরি ছাড়ার অধিকার আছে। আমি ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি।”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও