নেইমারকে নিয়ে সতর্ক ইংল্যান্ড কোচ

দারুণ ছন্দে থাকা ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে দলটির সেরা খেলোয়াড় নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে আটকাতে ঠিক করে দিয়েছেন শিষ্যদের কৌশল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 10:26 AM
Updated : 14 Nov 2017, 10:26 AM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় লন্ডনের ওয়েম্বলিতে ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড।

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে রাশিয়া বিশ্বকাপে উঠে ব্রাজিল। চিলির কাছে প্রথম ম্যাচে হারার পর অপরাজিত তিতের দল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এই দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে  ছয়টি গোল করে ও সতীর্থদের দিয়ে আটটি করিয়ে বড় ভূমিকা রাখেন নেইমার। গত অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে দলে টানে ফরাসি ক্লাব পিএসজি।

নেইমারের প্রশংসায় সাউথগেট বলেন, “সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমাদের সবকিছু ঠিক মতো করতে হবে, কারণ প্রতি-আক্রমণ তাদের অন্যতম সেরা কৌশল। এরপর তাকে ভালোমতো ঠেকাতে হবে।”

“তাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে তারা সব দলকে উড়িয়ে এসেছে, মূল পর্বে ওঠার পথে যেটা সবচেয়ে কঠিন পথ। তাই কঠিন পরীক্ষা হবে।”

নেইমারের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার যোগ্য বলে মনে করেন সাউথগেট।

“সে ২০ কোটি পাউন্ডের যোগ্য কি-না? কারও এত দাম হওয়া উচিত হলে, সেটা সে।”