জয়রথেই চট্টগ্রাম আবাহনী
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2017 09:05 PM BdST Updated: 13 Nov 2017 09:30 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ৪-০ ব্যবধানে জিতেছে সাইফুল বারী টিটোর দল।
ফরাশগঞ্জের বিপক্ষে প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল চট্টগ্রাম আবাহনী। ১২ ম্যাচে টানা চতুর্থ এবং সব মিলিয়ে নবম জয় পাওয়া দলটি ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ম্যাচের তৃতীয় মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁকানো ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন জাহিদ হোসেন। একটু পর গোলমুখ থেকে ব্যবধান দ্বিগুণের সুযোগ তৌহিদুল আলম সবুজ নষ্ট করেন ক্রসবার উঁচিয়ে শট নিয়ে।
পিছিয়ে পড়লেও গোছালো ফুটবল খেলা ফরাশগঞ্জ অষ্টম মিনিটে সমতায় ফিরতে পারত। কিন্তু এগিয়ে আসা গোলরক্ষককে কাটাতে গিয়ে চিনেডু ম্যাথিউ বেশি সময় নেওয়ায় তিন ডিফেন্ডার পথ আগলে দাঁড়ান। পরে বলের নিয়ন্ত্রণ পেয়ে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের নেওয়া বাই সাইকেল কিক পোস্টের বাইরে দিয়ে যায়। ত্রয়োদশ মিনিটে চিনেডুর আরেকটি শট ফিরিয়ে চট্টগ্রাম আবাহনীর ত্রাতা গোলরক্ষক।
২৮তম মিনিটে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের শট ক্রসবারে লেগে ফেরার ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় চট্টগ্রামের দলটি। ডান দিক থেকে আক্রমণে ওঠা প্রিয়াক্সকে আটকাতে গোলরক্ষক এগিয়ে আসেন। হাইতির এই ফরোয়ার্ড সুযোগ বুঝে বল বাড়ালে ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন সবুজ।
প্রথমার্ধের যোগ করা সময়ের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় চট্টগ্রাম আবাহনী। বাঁ দিক থেকে জাহিদের কর্নারে মনসুর আমিনের নেওয়া হেডে পরাস্ত গোলরক্ষক। ৫৫তম মিনিটে মামুনুল ইসলামের ক্রসে অ্যালিসন উডোকার হেড জালে জড়ালে স্কোরলাইন ৪-০ করে নেয় চট্টগ্রাম আবাহনী।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষকে ফাউল করে হলুদ কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণ করে দ্বিতীয় হলুদ কার্ড পান চট্টগ্রাম আবাহনীর সোহানুর রহমান।
সোমবার প্রথম ম্যাচে ওয়েডসেন আনসেলমে ও চার্লস এডওয়ার্ড উইলিয়াম শেরিংহ্যামের গোলে শিরোপাধারী আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারায় সাইফ স্পোর্টিং।
১২ ম্যাচে সপ্তম জয় পাওয়া সাইফ স্পোর্টিং ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
-
হতাশায় শেষ রোমানদের প্যারিস মিশন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট