কোস্টা রিকাকে উড়িয়ে দিল স্পেন

দাভিদ সিলভার নৈপুণ্যে কোস্টা রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2017, 04:31 AM
Updated : 12 Nov 2017, 10:17 AM

লা রোসালেদা স্টেডিয়ামে গত শনিবার রাতে স্পেনের জয়ে জোড়া গোল করেন সিলভা। জর্দি আলবার গোলেও অবদান রাখেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। বাকি দুই গোল আলভারো মোরাতা ও আন্দ্রেস ইনিয়েস্তার।

শুরু থেকে কোস্টা রিকাকে চাপে রাখা স্পেন এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। সিলভার নিচু করে বাড়ানো বল ধরে বাঁ দিক থেকে নেওয়া আলবার জোরালো শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় তারা।

২৩তম মিনিটে ফিরতি সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। অবশ্য চেলসির এই ফরোয়ার্ড পরে হ্যাটট্রিকের সুযোগ হেলায় হারান একাধিক লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে।

৫৫ ও ৬২তম মিনিটে গোল করে স্পেনের বড় জয় অনেকটা নিশ্চিত করেন সিলভা। কোস্টা রিকার ডিফেন্ডারেদের ভুলে ডি বক্সের ভেতরে বল পেয়ে প্রথম গোলটি করার পর বাঁ পায়ের জোরালো শটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে স্কোরলাইন ৪-০ করেন এই মিডফিল্ডার।

৭৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ইনিয়েস্তার শট জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।