ফের চোট পেয়েছেন বেল

নতুন করে আবারও চোট পাওয়ায় গ্যারেথ বেলের মাঠে ফিরতে দেরি হবে। পুরনো চোট কাটিয়ে অনুশীলনে ফেরার কয়েক দিন পর ঊরুতে ব্যথা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 09:27 AM
Updated : 11 Nov 2017, 09:27 AM

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কাফে চোট পাওয়ার পর থেকেই দলের বাইরে আছেন বেল। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ওয়েলসের এই খেলোয়াড়ের অ্যাবডাক্টরে চোট পাওয়ার খবর জানায় রিয়াল।

বেলের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে তা জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

চলতি মৌসুমে লিগে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন বেল। গত মৌসুমেও অনেকটা সময় দলের বাইরে থাকা এই উইঙ্গার লিগের অর্ধেক ম্যাচ খেলতে পেরেছিলেন।

আগামী শনিবার লিগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলবে রিয়াল। ১১ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ২৩; তবে গোল ব্যবধানে এগিয়ে গতবারের চ্যাম্পিয়নরা।

তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২৭।