রাশিয়া বিশ্বকাপের বল মনে ধরেছে মেসির

রাশিয়া বিশ্বকাপের বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। টেলস্টার ১৮ নামের বলটি মনে ধরেছে সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2017, 01:16 PM
Updated : 10 Nov 2017, 01:16 PM

১৯৭০ সালে মেক্সিকোর আসর থেকে বিশ্বকাপ ফুটবলের বল তৈরি করে আসছে জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের বল ব্রাজুকা ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সামালোচিত বল জাবুলানিতে স্বাগতিক দেশের চেতনা তুলে ধরা হলেও রাশিয়া বিশ্বকাপের জন্য ক্লাসিক নকশাটাই বেছে নিয়েছে অ্যাডিডাস।

আসল টেলস্টার বলে খেলা হয় ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপ। ইতালিকে হারিয়ে ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। টেলিভিশন দর্শকদের কাছে বেশি দৃশ্যমান করতে ৩২ প্যানেলের এই বলে থাকে ১২টি কালো প্যানেল।

১৯৭৪ সালে জার্মানি বিশ্বকাপও হয় টেলস্টার বলে। বলটির অফিসিয়াল নাম ছিল-টেলস্টার ডুরলাস্ট। ফুটবলপ্রেমীদের মাঝে আইকনিক হয়ে উঠে বলটি।  

‘টেলস্টার ১৮’ বল নিয়ে ব্যক্তিগত পছন্দের কথা জানিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনান তারকা ফরোয়ার্ড মেসি।

“একটু আগেভাগেই এই বল সম্পর্কে জানতে পেরে আমি ভাগ্যবান।… আমি এটার সব পছন্দ করি - নতুন নকশা, রং, সবকিছুই।"