ময়মনসিংহের মেয়েদের হ্যাটট্রিক শিরোপা

ঠাকুরগাঁও জেলাকে সহজেই হারিয়ে টানা তৃতীয়বারের মতো জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের শিরোপা জিতেছে ময়মনসিংহ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2017, 10:51 AM
Updated : 10 Nov 2017, 01:31 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ৩-০ গোলে জিতে ময়মনসিংহ। গত সেপ্টেম্বরে না ফেরার দেশে চলে যাওয়া সতীর্থ ফুটবলার সাবিনা ইয়াসমিনকে শিরোপা উৎসর্গ করেছে মেয়েরা।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় ময়মনসিংহ। বাঁ দিক থেকে সালমা খাতুনের বাড়ানো বল গোলমুখ থেকে সহজে লক্ষ্যভেদ করেন রোজিনা আক্তার। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণও করেন রোজিনা।

দুই গোল খেয়ে শুরুর ছন্দ হারিয়ে ফেলা ঠাকুরগাঁও আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে আমেনা খাতুনের ক্রসে শামসুন্নাহার লক্ষ্যভেদ করলে আরও কোণঠাসা হয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে আর গোল না পেলেও হ্যাটট্রিক শিরোপা নিয়ে মাঠ ছাড়ে কলসিন্দুরের মেয়েদের নিয়ে গড়া ময়মনসিংহ দল।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় হওয়ার এই প্রতিযোগিতায় এবার অংশ নেয় ৩৫টি জেলা। জেলা পর্যায়ের খেলা শেষে ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ-এই মোট আট দল নিয়ে হয় মূলপর্ব।

মূলপর্ব পেরিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠে আসে ঠাকুরগাঁও। আর টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে ময়মনসিংহ।