ভাগ্যকেই দুষলেন বাংলাদেশ কোচ

ম্যাচ জুড়ে দারুণ লড়াইয়ের পর আত্মঘাতী গোলে হেরে যাওয়াটা কষ্টের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মাহবুব হোসেন রক্সি হারের জন্য ভাগ্যকেই দায়ী করলেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 01:06 PM
Updated : 6 Nov 2017, 01:06 PM

তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে সোমবার এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে উজবেকিস্তানের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ আতিকুজ্জামানের পায়ে লেগে বল নিজেদের জালে জড়ায়।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রক্সি শিষ্যদের খেলার প্রশংসা করতে গিয়ে ভাগ্যকে পাশে না পাওয়ার হতাশা জানান।

“ওরা তাজিকিস্তানের চেয়ে ট্যাকটিকালি এবং টেকনিক্যালি শক্তিশালী। কিন্তু আমাদের বিপক্ষে ও রকম উন্মুক্ত সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে একবার তারা ওপেন করেছে, কিন্তু গোল করতে পারেনি। পুরো ম্যাচ আমাদের ছেলেরা খুব ভাল খেলেছে, কৌশল অনুযায়ী পারফরম করেছে তারা। কিন্তু দুর্ভাগ্য ম্যাচ শেষের ৩০ সেকেন্ড আগে গোল খেয়ে গেছি।”

“তাজিকিস্তানের বিপক্ষে যেরকম কৌশল ছিল, সেটা এই ম্যাচেও ছিল। উজবেকিস্তান আধিপত্য করলেও আমাদেরকে চাপে ফেলতে পারেনি। মাঝমাঠে আমাদের ব্লক ভাল হয়েছে। রক্ষণভাগও খুব ভাল খেলেছে। নেহাত ভাগ্যটা ভাল নয় বলেই হেরে গেলাম।”

আগামী বুধবার গ্রুপের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।