নিষিদ্ধ পেরু অধিনায়ক গেররেরো

ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় পেরুর অধিনায়ক পাওলো গেররেরোকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ফলে বিশ্বকাপের প্লে-অফে খেলতে পারবেন না দলটির হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2017, 10:47 AM
Updated : 4 Nov 2017, 10:53 AM

পেরুভিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, গত ৫ অক্টোবর বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার সঙ্গে পেরুর গোলশূন্য ড্র করা ম্যাচের পর গেররেরোর ড্রাগ টেস্ট করা হয়। টেস্টে পজেটিভ হওয়ায় ফিফার শৃঙ্খলা কমিটি এই নিষেধাজ্ঞা দেয়।

রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ১১ ও ১৬ নভেম্বর নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে পেরু। এতে জয় পেলে ১৯৮২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশটি। 

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর খেলোয়াড় গেররেরো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন। 

গত ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে পেরুর শেষ ম্যাচেও ছিলেন ৩৩ বছর বয়সী গেররেরো।