বাছাই জুনিয়র অ্যাথলেটদের নিয়ে ক্যাম্পের উদ্যোগ

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী রোববার। এবার বাছাইকৃত অ্যাথলেটদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2017, 01:17 PM
Updated : 3 Nov 2017, 01:17 PM

অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের নিয়ে হওয়া ৩৩তম আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, শিক্ষাবোর্ড ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) বিভিন্ন প্রতিষ্ঠানের ৭২০ জন অ্যাথলেট অংশ নেবে বলে শুক্রবারের সংবাদ সম্মেলনে জানায় সংস্থাটির কর্মকর্তারা।
 
সব মিলিয়ে ৮ লাখ ২৫ হাজার টাকা আনুমানিক ব্যয় ধরা হলেও বরাবরের মতো এবারও সময় নির্ধারণ হবে হ্যান্ড টাইমিংয়ে।
 
সংবাদ সম্মেলনে উদীয়মান অ্যাথলেটদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প করার কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
 
“এই প্রতিয়োগিতার মাধ্যমে বাছাইকৃত উদীয়মান ও সম্ভাবনাময় অ্যাথলেটদের নিয়ে জাতীয়ভাবে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। অ্যাথলেটদের পারফর‌ম্যান্সের উন্নতির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।”