রিয়ালে সংকট দেখছেন না রোনালদো

রিয়াল মাদ্রিদ টানা দুই ম্যাচে হারলেও দল সংকটে নেই বলে মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো। বরং শুরু নয়, মৌসুমের শেষে কি হয় সেটাই বিবেচ্য বলে জানিয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2017, 01:09 PM
Updated : 2 Nov 2017, 04:09 PM

টটেনহ্যামের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৩-১ গোলে হারে রিয়াল। এর আগে গত রোববার লা লিগায় নবাগত জিরোনার মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।

লিগে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে জিনেদিন জিদানের দল।

জানুয়ারির পর এই প্রথম টানা দুই ম্যাচে হারল রিয়াল। তবে তাতে ঘাবড়ে যাওয়ার পাওয়ার মতো কিছু দেখছেন না জিদান। একই অভিমত রোনালদোরও।

“আমরা বাজে একটি অবস্থায় আছি। আমরা এটা পরিবর্তন করতে চাই আর সেটাই আমাদের করতে হবে। আমরা (মৌসুমের) শুরুর দিকে আছি। শেষে কি হয় সেটাই বিবেচ্য। উন্নতি করার অনেক সময় আছে। আমি নিশ্চিত, আমরা তা করতে পারব।”

“কিছুই ঘটেনি; সময়গুলো বাজে। আমরা সবসময় সঠিক থাকতে পারবো না। আমাদের শান্ত হতে হবে। আমি মনে করি না, দল এতটা বাজে খেলছে।”

"এটা কখনই সংকট নয়। আমরা তিন-চারটা ম্যাচ হারতে পারি। কিন্তু কখনই তা সংকট নয়। আমরা যা করেছি আপনি তা ভুলে যেতে পারেন না।"