সেরা সময়ে রেকর্ড গড়েছে আগুয়েরো: গুয়ার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে সের্হিও আগুয়েরোর ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া দেখে উচ্ছ্বসিত পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের মতে, অনন্য এই কীর্তি গড়তে এর চেয়ে ভালো মঞ্চ আর হয় না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2017, 10:58 AM
Updated : 2 Nov 2017, 11:07 AM

বুধবার রাতে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় ওঠে সিটি। ম্যাচ ২-২ গোলে সমতায় থাকার সময় দলকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার আগুয়েরো।

ম্যাচের ৬৯তম মিনিটে লেরয় সানের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের মাপা শটে সিটির হয়ে ১৭৮তম গোলটি করেন আগুয়েরো। গত সপ্তাহে লিগে বার্নলির বিপক্ষে সিটির ইতিহাসের আগের সর্বোচ্চ গোলদাতা সাবেক ফরোয়ার্ড এরিক ব্রুকের রেকর্ড স্পর্শ করেছিলেন আগুয়েরো।

গুয়ার্দিওলার মতে, দলকে দারুণ এই জয়ের ভিত গড়ে দেওয়ার সঙ্গে ব্যক্তিগত কীর্তি গড়াটা দুর্দান্ত ব্যাপার।

“রেকর্ড ভাঙার জন্য এটা ভালো একটা জায়গা। বড় মঞ্চ, চ্যাম্পিয়ন্স লিগ, ৩-২ গোলে এগিয়ে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অসাধারণ।”

“ম্যানচেস্টার সিটির জন্য, এই খেলোয়াড়কে আমাদের ইতিহাসের অংশ হিসেবে পাওয়াটা দারুণ।”

চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে তারা।

নাপোলির বিপক্ষে দলের দারুণ পারফরম্যান্সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন গুয়ার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ও লিগের শীর্ষস্থান ধরে রাখতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানান স্প্যানিশ এই কোচ।