শেষ ষোলো নিশ্চিত না হওয়ায় হতাশ ইউভেন্তুস কোচ

স্পোর্তিং লিসবনের মাঠে ড্র করে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 02:34 PM
Updated : 1 Nov 2017, 02:34 PM

মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপে লিসবনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউভেন্তুস। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে গনসালো হিগুয়াইনের গোলে সমতা ফেরায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের রানার্সআপ ইউভেন্তুস। লিসবনের বিপক্ষে জয় পেলে দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত হতো দলটির।

সুযোগটি কাজে লাগাতে না পারায় হতাশ আল্লেগ্রি।

“এটা হতাশার-  আমরা (নকআউট পর্ব) নিশ্চিত করতে পারিনি।… আমাদের আরও কঠিন দুটি ম্যাচ খেলতে হবে।”

প্রতিপক্ষের মাঠে দলের প্রথমার্ধের খেলা আশানুরূপ ভালো ছিল না বলে মনে করেন আল্লেগ্রি।

“প্রথমার্ধটা বাজে ছিল। একটি গোলের পরও আমাদের থেকে কোনো প্রতিক্রিয়া ছিল না-আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। বিরতির পর ভালো ছিল। ৭০ মিনিটের দিকে পরিবর্তনগুলো খেলায় গতিশীলতা যুগিয়েছে।”

“ম্যাচটি আমাদের পক্ষে ঘুরিয়ে নেওয়ারও সময় ছিল। কিন্তু আমরা তেমনটা করতে পারিনি।”