এখনও কাজ শেষ হয়নি: পিএসজি কোচ

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করলেও ‘বি’ গ্রুপের শীর্ষস্থান পাওয়ার কাজটা এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন কোচ উনাই এমেরি।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 11:44 AM
Updated : 1 Nov 2017, 11:44 AM

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে বেলজিয়ামের আন্ডারলেখটকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। মার্কো ভেরাত্তি ও নেইমার দলকে এগিয়ে নেওয়ার পর হ্যাটট্রিক করেন লেইভিন কুরজাওয়া। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ইউরোপ সেরা প্রতিযোগিতার নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলে ফরাসি ক্লাবটি।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে পিএসজি। ম্যাচ চারটিতে তারা গোল করেছে ১৭টি; হজম করেনি একটিও।

গ্রুপে পিএসজির চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে যাওয়া নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ এমেরি। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা সন্তুষ্ট। আমরা শেষ ষোলেতে গিয়েছি, যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।”

“কিন্তু এই গ্রুপে লক্ষ্য হলো শীর্ষে থেকে শেষ করা। এ জন্য নিজেদের মাঠে সেল্টিকের বিপক্ষে এবং বায়ার্নের মাঠে আমাদের এখনও অনেক কাজ রয়েছে।”

নিজেদের মাঠে আন্ডারলেখটের বিপক্ষে দলীয় পারফরম্যান্সেও খুশি এমেরি।

“আমরা তিনটি পয়েন্ট পেয়েছি। আমাদের সমর্থকদের সামনে ভালো পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ ছিল।”