অক্টোবরে কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে আয়োজিত গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন পিকে। ফলে জাতীয় দলের হয়ে অনুশীলন ও খেলার সময় স্প্যানিশ সমর্থকদের দুয়ো শুনতে হয় তাকে। তবে এসব কিছু কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি স্পেনের পারফরম্যান্সে। বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে আলবেনিয়া ও ইসরায়েলকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে চলমান অস্থিরতা জাতীয় দলের হয়ে জীবনটা কঠিন করে তুলেছে বলে মত রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রামোসের। তবে সতীর্থ পিকের আচরণের প্রশংসা করলেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।
সোমবার স্প্যানিশ রেডিও ওন্দা সেরোকে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার বলেন, “এটা (রাজনীতি) জাতীয় দলকে আঘাত করে। তবে অন্যরা যাই মনে করুক, পিকের আচরণ সবসময় আদর্শ রয়েছে।”
জাতীয় দলে রামোস-পিকে সতীর্থ হলেও ক্লাব ফুটবল নিয়ে মতপার্থক্য প্রায়ই স্পষ্ট হয়ে উঠে তাদের কথার যুদ্ধে।
পিকের সঙ্গে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে বলে জানালেন রামোস।
“আমাদের আগে পুরানো যে সম্পর্ক ছিল আপনি যদি সেটার সঙ্গে তুলনা করেন, তাহলে আমি বলবো, এখন আমরা খুবই মিলেমিশে আছি। আগে বলতে গেলে কোনো সম্পর্কই ছিল না।”
“আমরা একে অপরকে সম্মান করি। কারণ, আমরা একসঙ্গে খেলি। আমরা জানতাম, একসঙ্গে আমরা বিশ্বের সেরা সেন্টার-ব্যাক জুটিগুলোর একটি।”
“আপনি যখন বেড়ে উঠবেন এবং পরিপক্ক হতে থাকবেন, তখন আপনি আগে যে বিষয়গুলোতে গুরুত্ব দিতেন কিন্তু এখন গুরুত্ব নেই, সেগুলো পাশে সরিয়ে রাখবেন। এটাই আমাদের সম্পর্কটা আরও ভালো করেছে।”