রোনালদোয় মুগ্ধ টটেনহ্যাম কোচ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে দলটির ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোচ মাউরিসিও পচেত্তিনো। পর্তুগিজ ফরোয়ার্ডে সবার জন্য উদাহরণ বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 03:40 PM
Updated : 31 Oct 2017, 03:40 PM

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে দুই দলের ফিরতি লেগের ম্যাচটি ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর রোনালদোর সফল স্পট কিকে ১ পয়েন্ট পেয়েছিল রিয়াল।

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে আলো ছড়ানো রোনালদো রিয়ালে যাওয়ার পর নিজের অর্জনের ভান্ডার আরও সমৃদ্ধ করেছেন। সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো এবার জিতেছেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার।

পচেত্তিনোর মতে, মেধা আর পেশাদারিত্বের জোরেই রোনালদো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের যোগ্য হয়ে উঠেছে।

“সে একজন ফেনোমেনন। সে ‘দ্য বেস্ট’ পুরস্কার পেয়েছে। আর সত্যি কথা হলো, সে এটার যোগ্য।”

“পেশাদার হিসেবে তার গুণগুলোতো আছেই, সে উদাহরণযোগ্যও। অনবরতভাবে কঠোর পরিশ্রম ও লড়াই করে যাওয়া এবং নিজের যত্ন নেওয়ার বিষয়ে সে কখনও ক্লান্ত হয় না। সব খেলোয়াড়েরই এই নিয়ম মানা উচিত।”