তাজিকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

লড়াকু ফুটবল খেলে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে তাজিকিস্তানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 02:14 PM
Updated : 31 Oct 2017, 07:10 PM

হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। কোনো দলই কাঙ্ক্ষিত গোল পায়নি।

শ্রীলঙ্কার সঙ্গে ২-২ ড্র করা মালদ্বীপের বিপক্ষে আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

জাফরদের দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে সন্তুষ্ট না হলেও তাজিকিস্তান ম্যাচের ফল নিয়ে খুশি কোচ রক্সি।

“তাজিকিস্তানকে তাদের মাঠে, তাদের সমর্থকদের সামনে রুখে দেওয়াটা বড় ব্যাপার। সব কৃতিত্ব ছেলেদের, যারা নিজেদের দায়িত্বটা মাঠে ঠিকঠাক পালন করতে পেরেছে। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমি আসলেই খুশি এবং দেশে থাকতেও আমরা এমন কথাই বলেছিলাম।”

“দ্বিতীয়ার্ধের চেয়ে আমরা প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে ভালো ছিলাম এবং ভালো খেলেছিলাম। দ্বিতীয়ার্ধ পুরোপুরি তাজিকিস্তানের। তারা আমাদের প্রচণ্ড চাপ দিয়েছিল কিন্তু ছেলেরা গোল না খাওয়ার ব্যাপারে প্রত্যয়ী ছিল।”