টটেনহ্যামের বিপক্ষে আছেন ইসকো, নেই ভারানে

চোটের শঙ্কা কাটিয়ে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে প্রস্তুত ইসকো। তবে জিরোনার বিপক্ষে লিগ ম্যাচে পায়ে আঘাত পাওয়া রাফায়েল ভারানেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের এ ম্যাচে দলে রাখেননি রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 12:09 PM
Updated : 31 Oct 2017, 12:09 PM

গত রোববার লা লিগায় জিরোনার কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের প্রথমার্ধে ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার ভারানে।

ওই ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও শেষ দিকে ঊরুর সমস্যা নিয়ে মাঠ ছাড়েন ইসকো। তবে সব শঙ্কা দূরে ঠেলে ১৯ সদস্যের দলে আছেন স্পেনের এই মিডফিল্ডার।

কাফের চোটের কারণে এক মাস যাবৎ দলের বাইরে থাকা ফরোয়ার্ড গ্যারেথ বেলকেও গুরুত্বপূর্ণ এ ম্যাচে পাচ্ছে না রিয়াল।

অ্যাবডাক্টর পেশির চোটের কারণে গত তিন ম্যাচে খেলতে পারেননি মূল গোলরক্ষক কেইলর নাভাস। জিরোনার বিপক্ষে ম্যাচের পর বেল ও কোস্টা রিকার এই গোলরক্ষকের ফেরার সম্ভাবনার কথা বলেছিলেন জিদান। কিন্তু লন্ডনের ওয়েম্বলিতে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় টটেনহ্যামের বিপক্ষে শুরু হতে যাওয়া ম্যাচে তাকেও পাচ্ছে না মাদ্রিদের ক্লাবটি।

দানি কারভাহাল ও মাতেও কোভাসিচ আগে থেকেই দলের বাইরে।

‘এইচ’ গ্রুপের প্রথম তিন ম্যাচ থেকে দুই দলের পয়েন্ট সমান ৭। সান্তিয়াগো বের্নাবেউয়ে তাদের প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

বুধবার যে দলই জিতবে তাদেরই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে।