তাজিকিস্তানের বিপক্ষে লড়াই করার আশা বাংলাদেশের

তিন দিনে তাজিকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কোচ মাহবুব হোসেন রক্সিও আত্মবিশ্বাসী, এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে তাজিকিস্তানের বিপক্ষে লড়াকু ফুটবল খেলবে তার শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 02:15 PM
Updated : 30 Oct 2017, 03:22 PM

হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ মুখোমুখি হবে দুই দল। শক্তির ব্যবধানে এগিয়ে থাকা তাজিকিস্তান পাচ্ছে নিজেদের মাঠে, চেনা সমর্থকের সামনে খেলার বাড়তি সুবিধা।

প্রতিপক্ষকে সমীহ করলেও রক্সি আস্থা রাখছেন সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে আসা শিষ্যদের ওপর।

“শারীরিকভাবে তারা আমাদের চেয়ে এগিয়ে। নিজেদের মাঠে, সমর্থকদের সামনে খেলার সুবিধাও তারা পাবে। তবে আমরা নিজেদের শতভাগ নিংড়ে দিয়ে ইতিবাচক খেলব। তাজিকিস্তানকে কোনো ছাড় দিব না। এ ম্যাচের জন্য ছেলেরা মানসিকভাবে প্রস্তুত।”

“যতদূর জেনেছি, দলটা স্থানীয় একটি ক্লাবের অধীনে খেলে-দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছে। সাফে আমরা যাদের বিপক্ষে খেলেছি, তাদের চেয়ে তাজিকিস্তান এগিয়ে। প্রথম ম্যাচে তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে। তবে আমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে।”

দেশে থাকতে যেমনটা ভেবেছিলেন, ঠাণ্ডা নিয়ে তেমন দুর্ভাবনা এখন আর নেই কোচের।

“শীত নিয়ে যে কথা দেশে থাকতে শুনে এসেছিলাম, এখানে পরিস্থিতি তেমনটা নয়। সহনশীল পর্যায়ে আছে।”

ভুটানে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তাজিকিস্তানের বিপক্ষে কাজে লাগানোর চান বাংলাদেশ অধিনায়ক টুটুল হোসেন বাদশা।

“সাফ চ্যাম্পিয়নশিপে অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্য আমাদের। টিম কম্বিনেশনও এখন পর্যন্ত ভালো আছে…বড় ম্যাচে যেটা থাকা খুব গুরুত্বপূর্ণ।”