‘পুঁচকে’ জিরোনার মাঠে রিয়ালের হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2017 11:08 PM BdST Updated: 30 Oct 2017 04:25 PM BdST
আগের দিন আথলেতিক বিলবাওয়েকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সেলোনা। ব্যবধান কমানোর সুযোগ ছিল জিনেদিন জিদানের দলের। কিন্তু কাতালুনিয়ার দল জিরোনার মাঠে হেরেই গেল লা লিগার গতবারের চ্যাম্পিয়নরা।
কাতালুনিয়ার দল জিরোনার মাঠে হেরে লা লিগার শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ।
রোববার লা লিগায় নবাগত দলটির কাছে ২-১ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে এই প্রথম প্রতিপক্ষের মাঠে জিততে ব্যর্থ হলো জিনেদিন জিদানের দল।


নিজেদের মাঠে একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারত জিরোনা। কিন্তু ডান দিক থেকে পাবলো মাফেওর দারুণ শট গোলরক্ষককে বোকা বানালেও পোস্টে লেগে ফেরে।
জিরোনার হতাশাই রিয়ালকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। প্রতিআক্রমণ থেকে দলকে এগিয়ে নেন ইসকো। করিম বেনজেমার বাড়ানো বল ধরে ক্রিস্তিয়ানো রোনালদোর শট গোলরক্ষক ফেরালেও গ্লাভসবন্দি করতে পারেননি; সামনে থাকা ইসকো সুযোগটি কাজে লাগান নিখুঁত টোকায়।
২৩তম মিনিটে রোনালদোর শট পোস্টের বাইরে দিয়ে যায়। চার মিনিট পর বেনজেমার বাড়ানো বল ধরে রোনালদোর আরেকটি শট সহজেই ফেরান গোলরক্ষক।
জিরোনার হতাশা বাড়ে ৩৫তম মিনিটে আবারও পোস্ট বাঁধা হয়ে দাঁড়ালে। বাঁ দিক থেকে ক্রিস্তিয়ান পোর্তুর হেডে গোলরক্ষক কিকো কাসিয়া পরাস্ত হলেও বল দূরের পোস্টে লাগায় ফের বেঁচে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে আর দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি স্বাগতিকদের সামনে। চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে রিয়াল মাদ্রিদকে হতভম্ব করে দেয় দলটি।


এগিয়ে যাওয়া গোলেও জড়িয়ে আছে স্তুয়ানির নাম। তার শট কাসিয়া ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে মাফেও কোনাকুনি শটে ব্যাকহিলে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান পোর্তু।
৮৪তম মিনিটে ইসকোর কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন জেরোনা গোলরক্ষক।
১০ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রিয়াল ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ।
শনিবার আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারানো বার্সেলোনা ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভালেন্সিয়া।
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ