স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের

দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2017, 07:40 AM
Updated : 29 Oct 2017, 07:40 AM

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবারের রাতের ফাইনালে ইংল্যান্ড জিতে ৫-২ গোলে। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন। বাকি তিন গোলদাতা রিয়ান ব্রুস্টার, মরগ্যান গিবস হোয়াইট ও মার্ক গুয়েহি।

বার্সেলোনার ফরোয়ার্ড সের্হিও গোমেসের জোড়া গোলে ৩১ মিনিটের মধ্যেই স্কোরলাইন ২-০ করে নেয় স্পেন। এরপর ম্যাচে ফেরে ইংল্যান্ড। ব্রুস্টারের পর হোয়াইট লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে ইংলিশরা।

৬৯তম মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে নেন ফোডেন; ম্যাচ সেরার পুরস্কার জেতা ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড় ৮৮তম মিনিটে পোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৫-২ করেন। মাঝে ইংল্যান্ডকে চতুর্থ গোলটি এনে দেন চেলসির ডিফেন্ডার গুয়েহি।

এ জয়ে গত মে মাসে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার প্রতিশোধও নিল ইংল্যান্ড।

টুর্নামেন্টে এটি ইংল্যান্ডের প্রথম শিরোপা। গত জুনে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপাও প্রথমবারের মতো জিতে ইংল্যান্ডের যুবারা।