হিগুয়াইনের জোড়া গোলে ইউভেন্তুসের জয়

গনসালো হিগুয়াইনের জোড়া গোলে এসি মিলানকে হারিয়েছে ইউভেন্তুস। এই জয়ে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা নাপোলিকে ধরে ফেলেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2017, 06:01 PM
Updated : 28 Oct 2017, 06:14 PM

শনিবার সান সিরোয় সেরি আর ম্যাচটি ২-০ গোলে জিতেছে টানা ছয়বারের চ্যাম্পিয়নরা। দুই অর্ধে একটি করে গোল করেন হিগুয়াইন। 

ম্যাচের ২৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন হিগুয়াইন। স্বদেশি পাওলো দিবালার বাড়ানো বল ডি-বক্সের মাথায় পেয়ে একটু এগিয়ে সামনে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

বিরতির ঠিক আগে সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচের শট ক্রসবারে লাগে।

৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়াইন। বাঁ দিক থেকে ঘানার মিডফিল্ডার কোয়াদো আসামোয়া পাস দেন দিবালাকে; কিন্তু ছেড়ে দেন তিনি। ডান দিকে ওই বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে পোস্ট ঘেঁষে জালে জড়ান হিগুয়াইন।  

এবারের লিগে হিগুয়াইনের এটা ষষ্ঠ আর সব প্রতিযোগিতা সপ্তম গোল।

১১ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ইউভেন্তুসের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্টও তাই, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।