পিছিয়ে পড়ে জিতল আর্সেনাল

প্রথমার্ধে গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল আর্সেনাল। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে নিচের দিকের দল সোয়ানসি সিটিকে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2017, 04:23 PM
Updated : 28 Oct 2017, 09:06 PM

নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শনিবার আর্সেনাল জিতেছে ২-১ গোলে।

প্রথমার্ধে সোয়ানসি সিটিকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি আর্সেনাল। উল্টো ২২তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। ট্যামি আব্রাহামের দারুণ পাস থেকে অনায়াসে গোলরক্ষক পেতর চেককে পরাস্ত করেন স্যাম ক্লুকাস। আর্সেনালের ডি-বক্সে এটাই ছিল অবনমন অঞ্চলের পাশে ঘুরপাক খাওয়া সোয়ানসির প্রথম আক্রমণ।

আর্সেনাল ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫১তম মিনিটে সেয়াদ কোলাশিনাচের হাত ধরে সমতায় ফেরে আগের লিগ ম্যাচে এভারটনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে আসা দলটি। ডি-বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে যাওয়া বসনিয়ার ডিফেন্ডারের জোরালো শট দূরের পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়। লিগে আর্সেনালের হয়ে এটাই প্রথম গোল কোলাশিনাচের।

সাত মিনিট পর কোলাশিনাচের কাট ব্যাকে অ্যারন র‌্যামজির শট আর্সেনালের সাবেক গোলরক্ষক লুকাস ফাবিয়ানস্কির পায়ে লেগে ঠিকানা খুঁজে পায়। এ গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত হয় আর্সেনালের।

১০ ম্যাচ ষষ্ঠ জয় পাওয়া আর্সেনাল ১৯ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে একই সময় ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠ থেকে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ফেরা ম্যানচেস্টার সিটি।

শনিবার দিনের প্রথম ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পার্সকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জোসে মরিনিয়োর দল। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে হাডার্সফিল্ড টাউনকে ৩-০ ব্যবধানে হারানো লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।