নেইমার না থাকায় হতাশ বালোতেল্লি

পিএসজির মুখোমুখি হওয়ার আগে নেইমারের বিপক্ষে খেলতে না পারার হতাশার কথা জানিয়েছেন নিসের ফরোয়ার্ড মারিও বালোতেল্লি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 02:57 PM
Updated : 26 Oct 2017, 03:31 PM

আগের ম্যাচে লাল-কার্ড পাওয়ায় লিগ ওয়ানে নিসের বিপক্ষে খেলতে পারছেন না পিএসজির ফরোয়ার্ড নেইমার।

পিএসজির মাঠে শুক্রবার বাংলাদেশ সময় পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। বাজেভাবে এবারের লিগ শুরু করা নিসের লক্ষ্য থাকবে পিএসজির মাঠে লিগে টানা তিন হারের ব্যর্থতা কাটানো।

গত রোববার মার্সেইয়ের সঙ্গে পিএসজির ২-২ ড্র করা ম্যাচে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ফলে ব্রাজিলিয়ান এই খেলোয়াড়কে ছাড়াই নিসের সঙ্গে লড়বে লিগের শীর্ষে থাকা উনাই এমেরির দল।

এবারের মৌসুমে দারুণ খেলছেন বালোতেল্লি। নিসের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১১ ম্যাচে করেছেন ৮ গোল। লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পিএসজির বিপক্ষে চমক দেখানোর আশাও উড়িয়ে দিচ্ছেন না ইতালিয়ান এই স্ট্রাইকার।

“অবশ্যই, এটা সম্ভব (পিএসজির মাঠে জেতা)। এটা কঠিন, কিন্তু সম্ভব।”

দারুণ ফর্মে থাকা নেইমার ম্যাচে থাকলে জয়ের সম্ভাবনা আরও কমে যাওয়ার কথা নিসের। তবে বালোতেল্লির কণ্ঠে নেইমারের বিপক্ষে খেলার সুযোগ না পাওয়ার আফসোস।

“ব্যক্তিগতভাবে, আমি নেইমারের বিপক্ষে খেলতে চেয়েছিলাম। আমি আশা করেছিলাম, সে ম্যাচটিতে থাকবে।”

ক্লাবের হয়ে দারুণ ফর্মে থাকায় আগামী মাসে বিশ্বকাপের প্লে-অফ পর্বে সুইডেনের বিপক্ষে ম্যাচের ইতালি দলেও ডাক পেতে পারেন বালোতেল্লি। তা হলে ২০১৪ সালের বিশ্বকাপের পর ফের জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। তবে বিষয়টি নিয়ে শান্তই থাকছেন বালোতেল্লি।

“জাতীয় দলের কোচ ডাকলে আমি প্রস্তুত। তিনি আমাকে না ডাকলেও আমি সবসময় জাতীয় দলকে সমর্থন করে যাবো।”