বর্ষসেরা একাদশে রিয়ালের ৫

২০১৭ সালের ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 07:35 PM
Updated : 24 Oct 2017, 03:27 PM

সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা।
 
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ এ বছর মোট চারটি ও গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ জেতা রিয়াল থেকে একাদশে জায়গা পেয়েছেন সের্হিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ, টনি ক্রুস ও ক্রিস্তিয়ানো রোনালদো।
 
গত মৌসুমে কোপা দেল রে জেতা আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে আছেন দুই জন- লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা।
 

বাকি তিন জন হলেন এ মৌসুমেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলের নেইমার, তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ দানি আলভেস ও ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
বর্ষসেরা একাদশ: 
গোলকিপার: জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস, ইতালি)
ডিফেন্ডার: দানি আলভেস (পিএসজি, ব্রাজিল), লিওনার্দো বোনুচ্চি (এসি মিলান, ইতালি), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ, স্পেন), মার্সেলো (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
মিডফিল্ডার: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা, স্পেন)
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি, ব্রাজিল), লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, পর্তুগাল)