সাঁতারে জুনাইনার আরও ৪ রেকর্ড

বয়সভিত্তিক সাঁতারে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন জুনাইনা আহমেদ। লন্ডনে বেড়ে ওঠা এই বাংলাদেশি সাঁতারু প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পাঁচটি ইভেন্টে সোনা জিততে চারটি রেকর্ড গড়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 04:14 PM
Updated : 23 Oct 2017, 04:14 PM

এ নিয়ে দুই দিনে জুনাইনা আটটি স্বর্ণ জিতলেন, যার মধ্যে সাত ইভেন্টেই রেকর্ড ভেঙেছেন!

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার ১০টি ইভেন্টে নতুন রেকর্ড গড়েন সাঁতারুরা। দুই দিন মিলিয়ে হওয়া ১৫টি রেকর্ডের সাতটি গোপালগঞ্জ সুইমিং ক্লাবের হয়ে খেলা জুনাইনার।

অনূর্ধ্ব-১৭ বছর বয়সী বালিকা বিভাগের ৪০০ মিটার ইনডিভিজুয়াল মেডলিতে ৫ মিনিট ৪৪ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১২ সালে নাজমা খাতুনের গড়া রেকর্ড (৬ মিনিট ১৩ দশমিক ৪৬ সেকেন্ড) নিজের করে নেন জুনাইনা।

২০০ মিটার ফ্রিস্টাইলে জুনাইনা সাঁতার শেষ করেন ২ মিনিট ২৪ দশমিক ৪৬ সেকেন্ডে; ভাঙেন ২০১২ সালে নাজমার গড়া ২ মিনিট ৩০ দশমিক ৫৫ সেকেন্ডের রেকর্ড।

নিজের আরেকটি প্রিয় ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়েও রেকর্ড গড়েছেন লন্ডনে বেড়ে ওঠা এই সাঁতারু। ২ মিনিট ৪১ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ২০১৫ সালে মুক্তি আক্তারের গড়া ৩ মিনিট ০১ দশমিক ০৩ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন জুনাইনা।

৩০ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে ৫০ মিটার ফ্রিস্টাইলে ২০১২ সালে নাজমার গড়া ৩০ দশমিক ৫১ সেকেন্ডের রেকর্ডও নিজের করে নিয়েছেন জুনাইনা।

দিনের শুরুতে রেকর্ড না গড়লেও ১৪ বছর বয়সী এই সাঁতারু জিতেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের স্বর্ণ।

দ্বিতীয় দিনে অনূর্ধ্ব-১৪ বছর বয়সী বালিকাদের ৫০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন (৩০ দশমিক ৮৭)। তিনি ভেঙেছেন ২০১১ সালে গড়া নাজমা খাতুনের রেকর্ড (৩০ দশমিক ৯২ সেকেন্ড)।

অনূর্ধ্ব-১২ বছর বয়সী বালকে বিভাগের ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ৩১ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে রাতুল ভেঙেছেন ২০১২ সালে জাহিদুল ইসলামের গড়া (২ মিনিট ৩৬ দশমিক ৯৯ সেকেন্ড) রেকর্ড।

অনূধর্ব-২০ বছর বয়সীদের ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ২৭ দশমিক ৩৭ সেকেন্ডে সাঁতার শেষ করে বিকেএসপির আবু বক্কর ২০১৫ সালে গড়া আরিফুল ইসলামের (২ মিনিট ৩০ দশমিক ৫৯ সেকেন্ড) রেকর্ড নিজের করে নিয়েছেন।

৫৯ দশমিক ১১ সেকেন্ড সময় নিয়ে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়েছেন জাহিদুল ইসলাম। বিকেএসপির এই সাঁতারু ভেঙেছেন ২০১৫ সালে গড়া টিটু মিয়ার গড়া ১ মিনিট শূন্য দশমিক ৩২ সেকেন্ডের রেকর্ড।

অনূর্ধ্ব-১৭ বছর বয়সী বালক বিভাগের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১৭ দশমিক ৬৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন নয়ন আলী। বাংলাদেশ আনসারের এই সাঁতারু ভেঙেছেন ২০০৯ সালে জুয়েল আহমেদের গড়া ২ মিনিট ১৮ দশমিক ২৮ সেকেন্ডের রেকর্ড।

অনূর্ধ্ব-২০ বছর বয়সী মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছেন ড থৈ প্রু মারমা। ১ মিনিট ৯ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে বিকেএসপির এই সাঁতার ভেঙেছেন ২০১২ সালে খাদিজা খাতুনের গড়া রেকর্ড (১ মিনিট ১০ দশমিক ২৬ সেকেন্ড)।

দ্বিতীয় দিন শেষে ২৬টি স্বর্ণ, ২৭টি রৌপ্য ও ৩৫টি ব্রোঞ্জ মিলিয়ে ৮৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। ২১টি স্বর্ণ, ১৩টি করে রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে ৪৭টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ আনসার।