খেদিরার হ্যাটট্রিকে উদিনেজেকে উড়িয়ে দিল ইউভেন্তুস

সেরি আয় দুই ম্যাচ পর জয়ের পথে ফিরেছে ইউভেন্তুস। সামি খেদিরার দারুণ হ্যাটট্রিকে উদিনেজেকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে টানা ছয়বারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 06:31 PM
Updated : 22 Oct 2017, 06:46 PM

রোববার ইতালির শীর্ষ লিগে উদিনেজেকে ৬-২ গোলে হারিয়েছে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

টানা ছয় ম্যাচ জেতা ইউভেন্তুস সপ্তম রাউন্ডে আতালান্তার মাঠে ২-২ গোলে ড্র করার পর গত সপ্তাহে ঘরের মাঠে লাৎসিওর কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল।

ম্যাচের অষ্টম মিনিটে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড স্তিপে পেরিচার গোলে পিছিয়ে পড়ার ছয় মিনিট পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার সামিরের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউভেন্তুস।

২০তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রসে সামি খেদিরার হেডে এগিয়ে যায় ইউভেন্তুস। এর আট মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মারিও মানজুকিচ।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে পাঁচ মিনিট পর ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানির গোলে ফের এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

এরপর অতিথিদের আর আটকাতে পারেনি উদিনেজে। ৫৯ ও ৮৭তম মিনিটে দুবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন জার্মান মিডফিল্ডার খেদিরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের শেষ গোলটি করেন মিরালেম পিয়ানিচ।

৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউভেন্তুস।

টানা আট জয়ের পর শনিবার নিজেদের মাঠে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করা নাপোলি ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার।

রোববারের আরেক ম্যাচে তোরিনোকে ১-০ গোলে হারানো রোমা ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

অন্য ম্যাচে জেনোয়ার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করা এসি মিলান ১৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে।