এভারটনকে উড়িয়ে জয়ে ফিরল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2017 08:49 PM BdST Updated: 23 Oct 2017 12:04 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে শুরুতে পিছিয়ে পড়া আর্সেনাল শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে।
রোববার লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে আর্সেন ভেঙ্গারের দল। এবারের লিগে এটা তাদের পঞ্চম জয়।
গত সপ্তাহে ওয়াটফোর্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল আর্সেনাল।
ম্যাচের দ্বাদশ মিনিটে গোল খেয়ে বসে আর্সেনাল। সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার কাছ থেকে ইদ্রিসা গেয়ির বল দখলে নেওয়ার চেষ্টার মাঝে পেয়ে যান রুনি। সামান্য এগিয়ে ২০ গজ দূর থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান ইংলিশ এই ফরোয়ার্ড।
বিরতির আগে সমতা টানে আর্সেনাল। ডি-বক্সের বাইরে থেকে জাকার জোরালো শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার মনরিয়াল। ৫৫তম মিনিটে আলেক্সিস সানচেসের ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন মেসুত ওজিল।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এভারটনের উমার নিয়াসে একটি গোল শোধ করেন। এর দুই মিনিট পর আর্সেনালের পঞ্চম গোলটি করেন সানচেস।
এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে চেলসি।
২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওয়েম্বলি স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে হ্যারি কেইনের জোড়া গোলে লিভারপুলকে ৪-১ ব্যবধান উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। স্বাগতিকদের অন্য দুই গোলদাতা সন হিউং-মিন ও ডেলে আলি। লিভারপুলের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।
এই জয়ের পর ইউনাইটেডের সমান ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম।
১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ওয়াটফোর্ড। ১ পয়েন্ট কম নিয়ে সপ্তম নিউক্যাসল ইউনাইটেড।
বার্নলির সমান ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে নবম স্থানে রয়েছে লিভারপুল।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পিএসজির নতুন কোচ গালতিয়ে