ম্যানইউকে প্রথম হারের স্বাদ দিল হাডার্সফিল্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2017 10:27 PM BdST Updated: 21 Oct 2017 11:33 PM BdST
অজেয় ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত ‘পুঁচকে’ হাডার্সফিল্ড টাউনের কাছে হোঁচট খেল। ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত ক্লাবটির কাছে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে জোসে মরিনিয়োর দল।
শনিবার হাডার্সফিল্ডের মাঠে বাজে রক্ষণের কারণে প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে ইউনাইটেড। শেষ পর্যন্ত হারে ২-১ গোলে।
২৮তম মিনিটে মাঝমাঠে হুয়ান মাতার ভুলে বল ধরে অ্যারন ময় দ্রুত এগিয়ে বাড়ান টম ইন্সকে। তার শট গোলরক্ষক দাভিদ দে হেয়া ফেরালেও ফিরতি বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার ময়।
এ মৌসুমেই ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়া ভিক্তর লিনদেলোফের মারাত্মক ভুলে দ্বিতীয় গোল হজম করে ইউনাইটেড। প্রতিপক্ষের গোলরক্ষকের লম্বা কিক ডি-বক্সের সামনে বিপদমুক্ত করতে পারেননি তিনি। বল ধরে দে হেয়াকে কাটিয়ে ফাঁকা জালে পাঠান বেলজিয়ামের ফরোয়ার্ড লরাঁ দুপোয়েত।
৭৮তম মিনিটে ডান দিক থেকে রোমেলু লুকাকুর দারুণ ক্রসে হেডে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগান মার্কাস র্যাশফোর্ড। বাকি সময়ে আর গোলের দেখা পায়নি তারা।


৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক ম্যাচে নিজেদের মাঠে বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ২৫।
এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডকে ৪-২ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ওযাটফোর্ড।
১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড।
একটি করে ম্যাচ কম খেলা আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট সমান ১৩।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি