ব্রাজিলের মতো খেলছে সিটি: জেসুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2017 09:03 PM BdST Updated: 21 Oct 2017 09:04 PM BdST
মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি ব্রাজিলিয়ান ফুটবলের মতো খেলছে বলে মনে করেন দলটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ দারুণভাবে শুরু করেছে সিটি। আট ম্যাচে সাত জয় ও এক ড্র সহ ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আট ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের গোল ২৯টি!
সিটির হয়ে এবারের লিগেও দারুণ ফর্মে আছেন জেসুস। সাত ম্যাচে খেলে করে ফেলেছেন ৬ গোল। গত জানুয়ারিতে ক্লাবটিতে নাম লেখানো ২১ বছর বয়সী এই খেলোয়াড় উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপের সঙ্গে জায়গা করে নিয়েছেন এবারের ‘গোল্ডের বয়’ পুরস্কারের তিন জনের তালিকায়ও।
সিটিতে কোচ গুয়ার্দিওলার আক্রমণ কৌশলও মনে ধরেছে জেসুসের। এই কৌশলে খেলোয়াড়রা নিজেদের উপভোগ করতে পারছে বলে জানালেন তিনি। তার মতে, এটা অনেকটা ব্রাজিলের ফুটবলের মতোই। এ প্রসঙ্গে গত সপ্তাহে স্টোক সিটির বিপক্ষে সিটির ৭-২ গোলের জয়ের ম্যাচ তুলে ধরলেন জেসুস।
স্কাই স্পোর্টসকে ব্রাজিলের এই তরুণ খেলোয়াড় বলেন, “হ্যাঁ, এটা প্রায় ব্রাজিলিয়ান ফুটবলের মতো ছিল। ব্রাজিলে যখন আমরা অনেক গোলে জয় পাই, খেলোয়াড়রা তখন আরও কৌশলের সঙ্গে এবং প্রাণবন্ত হয়ে খেলা শুরু করতে থাকে।”
গুয়ার্দিওলার অধীনে কাজ করার সুযোগ পাওয়ায় আনন্দিত আক্রমণভাগের এই খেলোয়াড়।
“আমি খুবই খুশি যে সিটিকে আরও ভালোভাবে জানতে পারছি। পেপ গুয়ার্দিওলা অনেক উচ্চাকাঙ্ক্ষী একজন কোচ। এ কারণে তিনি তার ক্যারিয়ারে সব শিরোপা জিততে পেরেছেন। তার কাছে শেখার সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি।”
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা