‘গোল্ডেন বয়’ হওয়ার লড়াইয়ে এমবাপে-দেম্বেলে-জেসুস

এবারের ‘গোল্ডেন বয়’ পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও গাব্রিয়েল জেসুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 12:41 PM
Updated : 21 Oct 2017, 12:41 PM

পুরস্কারটি দুই ফরাসি ফরোয়ার্ড পিএসজির এমবাপে বা বার্সেলোনার দেম্বেলে জিততে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ পর্যায়ে সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া বিষয়ক দৈনিক তুত্তোস্পোর্ট।

সাংবাদিকদের একটি প্যানেলের ভোটে এই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা তিন জনে নামিয়ে আনা হয়।

গত মৌসুমে মোনাকোর লিগ ওয়ানের শিরোপা জয়ে বড় অবদান ছিল এবারের মৌসুমে ধারে পিএসজিতে খেলা এমবাপের।

বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে গত মৌসুমে বুন্ডেসলিগায় দারুণ খেলেছেন এই মৌসুমে বার্সেলোনায় আসা দেম্বেলে। বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে আছেন এই ফরোয়ার্ড।

দারুণ ফর্মে আছেন ব্রাজিলের পালমেইরাস থেকে সিটিতে আসা জেসুসও। ক্লাবটির হয়ে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ২২ ম্যাচে ১৫টি গোল করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

গত বছর এই পুরস্কার জেতেন পর্তুগালের রেতানো সানচেস।