নিষেধাজ্ঞা উঠল অ্যাথলেটিক্সে

অবশেষে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ)। বার্ষিক অনুদান হিসেবে ১৫ হাজার ডলারও দিয়েছে সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 04:13 PM
Updated : 20 Oct 2017, 04:13 PM

বার্ষিক প্রতিবেদন জমা না দেওয়ার কারণে গত বছরের মাঝামাঝি সময়ে ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা দেয় আইএএএফ। বন্ধ করে দেয় বার্ষিক অনুদান।

চলতি বছরে ফেডারেশনে নতুন কমিটি আসার পর থেকে আইএএএফের সঙ্গে সম্পর্ক আগের পর্যায়ে নেওয়ার চেষ্টা চলছিল। সে চেষ্টা সফল হয়েছে বলে সাংবাদিকদের জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।

“আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা। ২০১৭ সালের অনুদানের ১৫ হাজার ডলার গত বুধবার হাতে পেয়েছি। বিগত বছরের অনুদানের অর্থ পাওয়ার জন্যও আমরা সব ধরনের চেষ্টা করব আমরা।”