আরও উন্নতি চান পিএসজি কোচ

চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখটের মাঠে পিএসজি বড় জয় পাওয়ার পরও আরও উন্নতির সুযোগ দেখছেন দলটির কোচ উনাই এমেরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 05:56 PM
Updated : 19 Oct 2017, 05:56 PM

ইউরোপ সেরা প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের দলটিকে ৪-০ গোলে হারায় পিএসজি। প্রথমার্ধে কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি গোল করার পর দ্বিতীয়ার্ধে জালে বল জড়ান নেইমার ও আনহেল দি মারিয়া।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের সবকটিতেই জয় পেল পিএসজি। ম্যাচ তিনটিতে ১২টি গোল করে কোনো গোল হজম করেনি এমেরির দল।

ম্যাচ শেষে পিএসজি কোচ বলেন, “আমরা খুশি- ব্যক্তিগত পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। কিন্তু সমষ্টিতগত দিক থেকে দলে আরও উন্নতি করার আছে। এই ধরনের ম্যাচে ছোট ছোট ব্যাপারগুলোতে উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে, ম্যাচের যথাযথ নিয়ন্ত্রণ ছিল না আমাদের হাতে। কখনো কখনো পাল্টা আক্রমণে চমকে গিয়েছি আমরা।”

“দ্বিতীয়ার্ধে, আমাদের ভারসাম্য ভালো হয়েছে। কৌশলগত শৃঙ্খলা ছিল। দলে ভারসাম্য আনা আমার দায়িত্ব।”

আন্ডারলেখটের মাঠে একপেশে খেলে সহজ জয় পেলেও এটা পিএসজির অসাধারণ পারফরম্যান্স ছিল বলে মনে করেন না দলটির মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও। 

“শুরুতেই আমরা গোল করেছি। কিন্তু আন্ডারলেখট অনেক ভালো খেলেছে। অনেক সুযোগও পেয়েছিল তারা। আমাদের দিক থেকে এটা দুর্দান্ত ম্যাচ ছিল না। কিন্তু এই ফলে আমরা খুশি।”