লাল কার্ড প্রাপ্য ছিল না পিকের: বার্সা কোচ

অলিম্পিয়াকোসের বিপক্ষে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকের হ্যান্ডবলের কারণে লাল কার্ড প্রাপ্য ছিল না বলে মনে করেন এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 01:08 PM
Updated : 19 Oct 2017, 01:08 PM

কাম্প নউয়ে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা।

প্রথমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে একটি গোল করে ইউরোপিয়ান ফুটবলে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। লুকাস দিনিয়েকে দিয়ে করান অপর গোলটি।

এ নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচের সবকটিতেই জয় পেল বার্সেলোনা। 

ম্যাচের ৪২তম মিনিটে হাত দিয়ে বল জালে ঠেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিস্কৃত হন পিকে। ম্যাচ শেষে এই হ্যান্ডবল নিয়ে কথা বলেন ভালভেরদে। তার দাবি, পিকে ইচ্ছা করে বলে হাত লাগায়নি।

“আমি জানি না, পিকের খেলাটা কেমন ছিল। আমার মতে এটা একটা সহজাত খেলা ছিল।”

“এটা একটা ধাক্কা ছিল, যার ফলে দ্বিতীয়ার্ধটা কঠিন মনে হয়েছে। কারণ, আমাদের একজন কম ছিল।”