মানজুকিচের শেষ মুহূর্তের গোলে ইউভেন্তুসের জয়

শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া ইউভেন্তুসকে ম্যাচে ফেরালেন মিরালেম পিয়ানিচ। শেষ দিকে মারিও মানজুকিচের গোলে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংকে হারিয়েছে সেরি আর চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 09:25 PM
Updated : 18 Oct 2017, 10:13 PM

বুধবার রাতে নিজেদের মাঠে ২-১ গোলের জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ইউভেন্তুস। গ্রুপের অন্য ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারানো বার্সেলোনা টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

দ্বাদশ মিনিটে জেলসন মার্তিন্সের শট গোলরক্ষক জানলুইজি বুফ্ফন ফেরানোর পর সামনে থাকা আলেক্স সান্দ্রোর পায়ে লেগে বল জালে চলে যায়।

বসনিয়ার মিডফিল্ডার পিয়ানিচের ডান পায়ের বাঁকানো ফ্রি-কিক ঠিকানা খুঁজে পেলে ২৯তম মিনিটে ম্যাচে ফেরে ইউভেন্তুস। স্পোর্তিং গোলরক্ষক বল আটকানোর কোনো সুযোগই পাননি।

৮৪তম মিনিটে এগিয়ে যায় সেরি আর চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে দগলাস কস্তার বাড়ানো ক্রসে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মানজুকিচের ঝুঁকে নেওয়া হেডে পরাস্ত হন গোলরক্ষক। এ গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত হয় ইউভেন্তুসের।

‘এ’ গ্রুপে পর্তুগালের আরেক দল বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জোসে মরিনিয়োর দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সিএসকে মস্কোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা বাসেল।

কিলিয়ান এমবাপে, এদিনসন কাভানি ও নেইমারের নৈপুণ্যে আন্ডারলেখটের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরা পিএসজি ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেই আছে। নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় সেল্টিককে ৩-০ গোলে হারানো বায়ার্ন মিউনিখ ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

‘সি’ গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর ম্যাচে রোমার সঙ্গে ৩-৩ ড্র করা চেলসি ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৫ পয়েন্ট নিয়ে রোমা রয়েছে দ্বিতীয় স্থানে।

কারাবাখের মাঠে গোলশূন্য ড্র করা আতলেতিকো মাদ্রিদ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।