১০ মিটার এয়ার রাইফেলে সেরা রিসালাতুল

জাতীয় শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সেরা হয়েছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রিসালাতুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 03:46 PM
Updated : 18 Oct 2017, 03:46 PM

গুলশান শুটিং কমপ্লেক্সে বুধবার ২৪৯ দশমিক ৪ স্কোর গড়ে সেরা হওয়া রিসালাতুল পেছনে ফেলেন নৌবাহিনী শুটিং ক্লাবের রাব্বি হাসানকে (২৪৩ দশমিক ৪)।

এই ইভেন্টের জুনিয়র বিভাগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রবিউল ইসলাম (২৪৮ দশমিক ৮) প্রথম হয়েছেন। বিকেএসপি শুটিং ক্লাবের জামিউল খান (২৪৩ দশমিক ৪) হয়েছেন দ্বিতীয়।

ছেলেদের ৫০ মিটার ফ্রি পিস্তলে ৫৪২ স্কোর গড়ে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাকিল আহমেদ। ৫৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় একই দলের আনোয়ার হোসেন।

১০ মিটার এয়ার পিস্তলেও সোনা জিতেছিলেন শাকিল।

৫০ মিটার ফ্রি পিস্তলের জুনিয়র বিভাগে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাব্বির আল আমিন (৫২২)। ৫২০ স্কোর নিয়ে দ্বিতীয় একই দলের শরিফুল ইসলাম।

জাতীয় শুটিংয়ে এবার নয়টি করে সোনা, রুপা ও ১৪টি ব্রোঞ্জসহ ৩২টি পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। তিনটি সোনা, দুটি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ ১০টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে বিকেএসপি শুটিং ক্লাব।