নেইমারের বন্ধু হওয়ার দরকার নেই কাভানির

পেনাল্টি শট নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে মতভেদের পর এদিনসন কাভানি আবারও জানালেন, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের প্রতি কোনো ক্ষোভ নেই তার। তবে লক্ষ্য অর্জনে একে অপরের বন্ধু হওয়ার দরকার নেই বলে মনে করেন উরুগুয়ের স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 02:30 PM
Updated : 18 Oct 2017, 02:34 PM

অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। গত মাসে লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে একটি স্পট কিক নেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে মতভেদ হয় কাভানির। পরে তারকা দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করেন কোচ উনাই এমেরি। জানিয়ে দেন, পালাক্রমে স্পট নেবেন তারা।

এরপরও আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আছে বলে গুঞ্জন পিএসজির সমর্থকদের মাঝে। কিন্তু কাভানি জানালেন, তাদের ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই।

"এটা অতীতের ঘটনা। ফুটবলে এগুলো ঘটে থাকে। আমাদের অবশ্যই একসঙ্গে সমাধান খুঁজে বের করতে হবে এবং একটা দল হিসেবে কাজ করতে হবে।"

"আমাদের প্রতিদ্বন্দ্বিতামূলক দল হওয়ার দরকার। আর সেজন্যে আমাদের বন্ধু হওয়ার দরকার নেই। আপনাকে পেশাদার হতে হবে। প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে।"

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগে 'বি' গ্রুপে অ্যান্ডারলেখটের মাঠে খেলতে নামবে পিএসজি।