বিশ্বকাপের প্লে-অফে ইতালির প্রতিপক্ষ সুইডেন

রাশিয়া বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফ পর্বে ইতালির প্রতিপক্ষ সুইডেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 04:01 PM
Updated : 17 Oct 2017, 04:15 PM

বাছাইপর্বের প্রথম ধাপে ‘জি’ গ্রুপে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পিছনে থেকে শেষ করে ইতালি। আর ‘এ’ গ্রুপে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের পিছনে থেকে রানার্সআপ হয় সুইডেন।

সুইজারল্যান্ডের জুরিখে মঙ্গলবার প্লে-অফ পর্বের আট দলের ড্র অনুষ্ঠিত হয়। 

রিপাবলিক অব আয়ারল্যান্ড লড়বে ডেনমার্কের সঙ্গে। নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিপক্ষ সুইজারল্যান্ড এবং ক্রোয়েশিয়া খেলবে গ্রিসের বিপক্ষে।

এ পর্বের প্রথম লেগের ম্যাচ হবে ৯-১১ নভেম্বর। দ্বিতীয় লেগ হবে ১২-১৪ নভেম্বর। বিজয়ী দল খেলবে ২০১৮ সালে হতে যাওয়া আগামী বিশ্বকাপে।

এরই মধ্যে স্বাগতিক রাশিয়াসহ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়েছে ২৩ দলের। আগামী বছর ১৪ জুন থেকে ১৫ জুলাই হবে ৩২ দলের এই আসর।