ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জার্মানি, দ্বিতীয় ব্রাজিল

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এরপরই আছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 02:56 PM
Updated : 16 Oct 2017, 03:07 PM

র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয়টি স্থানে কোনো রদবদল হয়নি। গত সপ্তাহে সুইজারল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে ওঠা পর্তুগাল আছে তৃতীয় স্থানে। পরের স্থানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে একুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের টিকেট পাওয়া আর্জেন্টিনা। পরের দুই স্থানে যথাক্রমে বেলজিয়াম ও পোল্যান্ড।

সোমবার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স এক ধাপ এগিয়ে সপ্তম আর স্পেন তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

নবম স্থানে আছে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে পড়া চিলি। দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা পেরু। চার ধাপ পিছিয়ে সুইজারল্যান্ড একাদশ ও তিন ধাপ এগিয়ে ইংল্যান্ড দ্বাদশ স্থানে রয়েছে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি দুই ধাপ এগিয়ে পঞ্চদশ স্থানে উঠেছে।

বাংলাদেশের অবস্থান ১৯৬তম।