স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীন

এশিয়া কাপ হকিতে নিজেদের গ্রুপে চার দলের মধ্যে চতুর্থ হওয়া বাংলাদেশ সম্ভাবনা আছে টুর্নামেন্টে সর্বোচ্চ পঞ্চম স্থান পাওয়ার। এই লড়াইয়ে স্থান নির্ধারণী প্রথম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে অন্য গ্রুপে তৃতীয় হওয়া চীনকে পেয়েছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 02:00 PM
Updated : 16 Oct 2017, 02:00 PM

সোমবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৪-২ গোলে হারা চীন ৩ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ কোরিয়া উঠেছে সেরা চারে।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ওমানকে ৭-১ গোলে হারায় মালয়েশিয়া। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে দলটি। কোনো পয়েন্ট না পাওয়া ওমান হয়েছে চতুর্থ।

বাংলাদেশ আগামী বৃহস্পতিবার চীনের মুখোমুখি হবে। এ ম্যাচে জিতলে জিমিরা পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ওমান-জাপান ম্যাচের জয়ী দলের সঙ্গে।

হারলে খেলতে হবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ।

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জাপানের কাছে মাহবুব হারুনের দলের হার ৩-১ গোলে। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে উঠেছে ভারত ও পাকিস্তান।